শূন্যতা এবং সে

শুন্যতা (অক্টোবর ২০১৩)

নাজিয়া জাহান
  • ১৫
  • 0
  • ৩০
যখন বিকেলের রোদ এসে পড়ে পাশের ছাদে
যখন অসীম নীলাকাশ ধীরে ধীরে ঢলে পড়ে
অন্ধকারের মায়াবী কোলে
তখন সে নিঃসীম শূন্যতার হাত ধরে
উদাস বায়ের উদাসীনতায় দূ্রে হারায়,
নিজেকে সমর্পন করে বিরহের ছলে।
তার নীল শাড়ির আঁচল উড়ে ছুঁতে চায়-
অন্তহীন নীলিমার প্রগাঢ় শূন্যতা।
আঁকাবাকা অসংখ্য অক্ষরে লিখে যায়-
অচেনা বিস্মৃত কারো কথা, চেনা কোন প্রিয় মুখ
রঙ্গীন কোন দিন অথবা প্রিয় কোন মুহূর্ত
বিবর্ণ অথচ সাদাকালো স্মৃতির নিকৃষ্ট টান-
তার এলোমেলো উড়ন্ত কালো চুলের সাথে
মুহূর্তেই নিরর্থক শূন্যতার তলহীন অতলে এসেও
অসমাপ্ত আর অব্যক্ত রয়।

যখন রাতে তারার মেলা বসে
নক্ষত্রের নিভু নিভু আভা মুক্তো জ্বালে
যখন চাঁদের জোছনায় জোয়ার আসে
জোছনার প্লাবনে মেঘের ঠোটে হাসি ফোটে,
তখন তার দীর্ঘশ্বাসে অপ্রাপ্তির ছোঁয়া
প্রাপ্তিহীন প্রত্যাশা দূরের ধুলোর পথ ছেড়ে
সাদাকালো রঙে আঁকিবুকি করে।
অসমাপ্ত স্বপ্নের দুর্নিবার স্পর্শ-
তার সকল সুখের আনন্দ লুটে।

বর্তমান হঠাৎই অতীতের পথে চলে
বিস্মৃত স্মৃতির অতল থেকে গভীর বিষাদ নিয়ে
একটি কন্ঠের এলোমেলো শব্দ তৈরী করে
দুঃস্বপ্নময় মৃত্যুর বিভ্রম, যে বিভ্রম
অনুভূতির দেয়ালে বেখেয়ালে আঁকে
নিঃসীম রিক্ততার প্রতিচ্ছবি।
ক্লান্তি-ব্যথা আঁকে,ভয় আঁকে শুধু ঘুম আঁকেনা
কঠিন বিষন্নতা শূন্যতায় অবসাদ আঁকে।

যখন রাত আরো গভীর হয় নিমগ্ন ধ্যানে
প্রকৃতি নিজেকে আবদ্ধ করে আঁধারের মায়াজালে
যখন অন্ধকারে নিদ্রাদেবী ছুঁয়ে দেয়
ঘুমন্ত শহরবাসীর ক্লান্ত চোখ,
তখনও সে বেদনাহীন অনন্ত বেদনার পথে।
অশ্রুজল সিক্ত ঘুমহীন চোখের পাতায়
যত্ন করে আঁকা সুখের কাজল ধুয়ে মুছে যায়।
হাওয়ায় কাতর শ্বাসের সাথে মিশে-
একাকার হয় তার অশ্রুপূর্ণ আহবান।
আকাশের পানে নিষ্পলক চেয়ে সে স্থির বসে থাকে
তার নীল শাড়ির আঁচল উড়ে
দিগন্তে বিলীন শূন্যতার পথ ধরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক খুব দীর্ঘ কিন্তু চমত্কার কবিতা....খুব ভালো লাগলো...
এফ, আই , জুয়েল # কবিতা খুবই ভালো হয়েছে । একটু বড় হলেও মন্দ না । বয়স আর আবেগের সাথে এর চলার গতিটা ----অসাধারণ ।।
হাসান ইমতি বেশ লাগলো কঙ্কাবতী । আমি অল্পদিন হল এখানে এসেছি, একটি জিনিস কি একটু বলবে, ওদের নিয়মে লেখা আছে কবিতা ২০ লাইনের মধ্যে হতে হবে তাই আমি বড় কবিতা দেইনি, এভাবে ২০ লাইন বেধে দিলে তো ভাল কবিতা দেয়া কষ্টকর, তোমার এটিও তো অনেক বড়, তাহলে কি ঐটি একটি সাধারন কথা যা প্রয়োজনে না মানলেও চলে ? ফ্রেন্ড রিকু দিয়েছি । বাংলা কবিতা.কমে পাইনা কেন আজকাল ?
ami nijeo janina ekhane 20 line er moddhei kobita likhte hoi na ki na..tobe sobiy 20 line korei kobita dei..ami dekhlam 20 line er boro kobita nei ki na tai eta dilam..ekhn dekhchi niyeche..ami addmission test niye r boiypora niye bz to tai ekhn kichu likhchina..likhlei bangla kobitai asbo...
তানি হক চাওয়া পাওয়া ...অতীত বর্তমান.. শুন্যতা ...সব মিলিয়ে চমত্কার কবিতা ... ধন্যবাদ ও শুভেচ্ছা সুন্দর কবিতাটির জন্য
বিদিতা রানি আকাশের পানে নিষ্পলক চেয়ে সে স্থির বসে থাকে তার নীল শাড়ির আঁচল উড়ে দিগন্তে বিলীন শূন্যতার পথ ধরে। ............. সুন্দর, বেশ ভালো লাগলো।
ওয়াছিম খুবই ভালো একটা কবিতা। অসাধারন।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো । শারদীয়া এবং ঈদের প্রীতি ও শুভেচ্ছা ।
সূর্য বিরহ কাতরতা আর অপ্রাপ্তীর কষ্টগুলো শুধু দীর্ঘ হয়েছে সময়ের সাথে। শূন্যতার কাব্য ভালো লাগলো।
হিমেল চৌধুরী এলোমেলো উড়ন্ত কালো চুলের সাথে মুহূর্তেই নিরর্থক শূন্যতার তলহীন অতলে এসেও অসমাপ্ত আর অব্যক্ত রয়। ........ ভালো লাগলো কবিতা।
জাকিয়া জেসমিন যূথী কবিতায় একেছেন জীবনের গল্প। অনেক সুন্দর। কিন্তু, নিয়ম অনুযায়ী সীমাবদ্ধ ২০ লাইনে সাবমিট করার চেষ্টায় থাকবেন। শুভকামনা।

১৮ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪